
ভারতের একটি জনপ্রিয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরিচালক জ্যোতি কাপুর দাসের নতুন ছবিতে বিদ্যার অভিনয় করার কথা চলছে। যে চরিত্র নিয়ে তাঁকে ভাবা হয়েছে, সেই চরিত্রটি আসলে একটি নারী ডনের গল্প। কঠিন মানসিকতার এই ডন অন্ধকার দুনিয়ায় রাজত্ব করেন।
এমন একটি নারী ডনের চরিত্রে পরিচালকের মাথায় বিদ্যার কথাই প্রথম আসে। সেই ভেবে তিনি বিদ্যার কাছে চিত্রনাট্য নিয়ে গিয়ে শোনানও। আর চরিত্রটি বিদ্যার পছন্দও হয়েছে বলে জানা গেছে।
ইন্দিরা গান্ধীর বায়োপিকে দেখা যাবে বিদ্যা বালানকে। আর সেই চরিত্রের জন্যই তিনি এখন চূড়ান্ত ব্যস্ত। সবকিছু ঠিকঠাক থাকলে এবছরের শেষে শুরু হবে এই সিনেমার শুটিং।