বিয়ে-বৌভাতের পর্ব শেষে আজ অষ্টমঙ্গলায় বাড়ি যাচ্ছেন শুভশ্রী। উজ্জুল শাড়ি, গা ভর্তি গয়না, মাথায় চওড়া সিঁদুর, কপালে টিপ নতুন বউয়ের বেশে সেজেছেন অভিনেত্রী। আজ সকাল সকাল তিনি পৌঁছে গিয়েছেন বর্ধমানে। নিজের শৈশব কাটানো বাড়িতে।
বর্ধমানে রেনেসাঁ টাউনশিপের সিনক্লেয়ারস টুরিস্ট রিসর্টে থাকার ব্যবস্থা হয়েছে মেয়ে জামাইয়ের। সেখানে হাজির হতেই শুরু হয় আচার-অনুষ্ঠান। খুলে দেন একে-অপরের হাতের সুতো। পরলের শাখা-পালাও। নানা স্ত্রী আচারের মধ্যে দিয়ে শেষ হয় অষ্টমঙ্গলার নিয়ম। জানা গিয়েছে কাল মেয়ে-জামাইয়ের জন্য রাখা হয়েছে শুভচণ্ডী পুজোও।
এদিকে আজ আত্মীয়স্বজন নিয়ে একটি রিসেপশন পার্টির ব্যবস্থা করা হয়েছে বর্ধমানে। আসলে সেদিন নবদম্পতিকে নিয়ে পরিবারের লোকজনের হই হুল্লোড়ের পালা। তাছাড়া এদিন শুভশ্রীর প্রিয় আতসবাজি প্রদর্শনীও থাকছে ।