আইপিএলের চলতি আসরে লিগ পর্বে প্রায় সব দলেরই অর্ধেক ম্যাচ খেলা শেষ। এর মধ্যেই আট দলের ক্রিকেটাররা নিজেদের পারফরম্যান্স দিয়ে মাতিয়ে তুলেছ একাদশ আসর। এ মুহূর্ত্বে রাজস্থান ও বেঙ্গালুরু ছাড়া প্রতিটি দলই ৭টি করে ম্যাচে খেলে ফেলেছে। রাজস্থান ও বেঙ্গালুরু খেলেছে ৬ টি ম্যাচ।
আইপিএল পয়েন্ট টেবিল
আইপিএলে সেরা বেলার
আইপিএলে সেরা ব্যাটসম্যান