আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়োন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সে উপলক্ষ্যে সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঠিক না হলেও এরই মধ্যে টাইগারদের ৩০ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করে ফেলেছে নির্বাচকরা। সিরিজটি আফিগানিস্তানের হোম সিরিজ হলেও ভেন্যু করা হয়েছে ভারতের দেরাদুনকে। তাই বাংলাদেশ দলকে খেলতে যেতে হবে ভারতে।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, জাতীয় দলের পাশাপাশি ২২ সদস্যের হাই পারফরম্যান্স (এইচপি) দলও চূড়ান্ত করা হয়ে গেছে। খুব দ্রুতই দল ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার (৩ মে) প্রাথমিক দল ক্রিকেট পরিচালনা বিভাগে জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নান্নু।
মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘কাল আমরা দল জমা দিয়েছি। ৩০ সদস্যের হবে প্রাথমিক দল। সেই সঙ্গে আরও কিছু খেলোয়াড়- যাদের আমরা ‘এ’ দলের জন্য বিবেচনা করছি তাদের এইচপির সঙ্গে যুক্ত করেছি। সেখানে আমরা ২২ জনের মতো একটি দল করেছি। এর সঙ্গে আরো ৬-৮ জনের মতো যোগ করা হবে। যেটা কালকে আমরা ফাইনাল করবো। ’
এদিক জুন মাসে শ্রীলঙ্কা এ দল বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে। সে সময় তাদের বিপক্ষে বাংলাদেশ এ দলের হাই পারফরমেন্স দলকে খেলানোর কথা ভাবছে বিসিবি। যারা জাতীয় দলের প্রাথমিক দল থেকে বাদ পড়াদের এ দলে খেলানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।
বিসিবির এই শীর্ষ কর্মকর্তা ও প্রধান নির্বাচক বলেছেন, ‘স্কোয়াডের যারা জায়গা পাবে তারা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে, আর যারা থাকবে তাদের অবশ্যই ‘এ’ দলের জন্য ভাবা হবে।
সব শেষে নান্নু বলেন, ‘আপাতত আসন্ন আফগানিস্তান সিরিজ নিয়ে ভাবছি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে লম্বা সিরিজ। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজও রয়েছে। তাই সামনের জিরিজগুলো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো খেলা। পাশাপাশি ‘এ’ দলের ব্যাস্ত সূচি। সুতরাং এ দলটাকে যোগ করে আমরা একটি কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টা করছি। ’
