ছন্দময়ী ব্যাটিংয়ে সেঞ্চুরি হয়ে গেলো তার। আবারও সেঞ্চুরি করে চমকে দিলেন বাংলার সেই নক্ষত্র আশরাফুল। সম্প্রতি টানা ৩টি সেঞ্চুরি করেন আশরাফুল।
এই কীর্তির মধ্যে দিয়ে হারানো গৌরবে অনেকটাই ফিরে পান। তবে এবার যেনো ষেলো আনা পূরণের পথে বাংলাদেশের এক সময়ের নক্ষত্র তুল্য এই ক্রিকেটার।
ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগানের হয়ে সেঞ্চুরি করলেন তিনি। প্রতিপক্ষ দল ছিলো শাহরিয়ার নাফিসের অগ্রণী ব্যাংক।