ফুলে লেগে থাকা ভোরের শিশির। ১৮ অক্টোবর, কাঁঠালতলি, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া অন্যান্যফিচারভ্রমণ এক ঝলকে ১৮ অক্টোবর ২০১৭ By DBN24 Last updated Oct 18, 2017 7 ফুলে লেগে থাকা ভোরের শিশির। ১৮ অক্টোবর, কাঁঠালতলি, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া লান্টানা প্রধানত বর্ষাকালের ফুল। কিন্তু সারা বছরই এই ফুল ফোটে। ১৭ অক্টোবর, জামিলনগর, বগুড়া শহর। ছবি: সোয়েল রানা গাছের পাতায় শরতের রং। ১৭ অক্টোবর, ফ্রান্স। ছবি: রয়টার্স পাবনার বেশ কিছু গ্রামে পরীক্ষামূলকভাবে কার্পাস তুলার চাষ শুরু হয়েছে। ফুটেছে কার্পাস তুলার ফুল। ১৭ অক্টোবর, হিমাইতপুর, পাবনা। ছবি: হাসান মাহমুদ খালে একাধিক বড়শি পেতে মাছ ধরছেন এক নারী। ১৮ অক্টোবর, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী। ছবি: এম রাশেদুল হক সাফারি পার্কে ম্যাকাও পাখি। সাম্প্রতিক ছবি, বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর। ছবি: কমল জোহা খান মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পর মাকে খুঁজে না পেয়ে কাঁদছে তিন মেয়ে। ১৭ অক্টোবর, পালংখালী, উখিয়া, কক্সবাজার। ছবি: সাইফুল ইসলাম মাদাম তুশোর জাদুঘরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোমের মূর্তিতে তুলির শেষ আঁচড়। ১৭ অক্টোবর, বার্লিন, জার্মানি। ছবি: রয়টার্স গাছে উঠে বসেছে মুরগি। ১৮ অক্টোবর, কাঁঠালতলি, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া বাংলাদেশ অরিস্টিওপোরোসিস দিবস ২০১৭ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। ১৮ অক্টোবর, তোপখানা রোড, ঢাকা। ছবি: হাসান রাজা Comments comments 7 FacebookTwitterGoogle+LinkedinPinterest