আইপিএল এ প্রতি বছর কিছুনা কিছু ভুলের ঘটে থাকে। ভুলের ঝগা খেছুড়ি তে পরিনত হয়েছে আইপিএল। এবার তার ব্যতিক্রক হলনা। ঘটে গেল আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচে অবাক করার মতো দুটি সিদ্ধান্ত। আসে ঐ আম্পায়ারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা কি আদতেও আম্পায়ারের যোগ্য। ক্রিকেট বোদ্ধা রা অবশ্য বলছেন, এত আধুনিক যন্তপাতির সমাহার ঘটানো হয়েছে সেখানে। এ্টা মেনে নেওয়া যায়না।
গত ম্যাচে ব্যাট করতে
নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ২১৩ রান করে। প্রথম ইনিং এ ১৯তম ওভারে ক্রিস ওকসের বলে ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া। ২য় বলে আরসিবি পান্ডিয়ার ক্যাচের আবেদন জানালে আম্পায়ার আউট দেন। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নামে মুম্বাই তবে থার্ড আম্পায়ার পান্ডিয়াকে নট আউট দেন।
অবশ্য স্নিকোমিটারে দেখা যায় পান্ডিয়ার ব্যাটে লেগেছিল বল। তাই এমন সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করেন ন বিরাট কোহলি। আবার ২য় ইনিংসে একের পর এক ইউকেট হারিয়ে থাকা ব্যাঙ্গালুরুর বিপক্ষে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নাড়া দেয় সবাইকে। কিন্তু ভুলতা ছিল বড় মাপের। অবাক করা কান্ড টিভী রিপ্লে দেখেই নো বল ধরতে পারেননি আম্পায়ার। দিয়ে দিলেন আউট। এটা ঘটে ছিল ব্যাঙ্গালুরু ১৮ তম ওভারে। বল নিয়ে সন্দেহ ত্থাকায় মাঠের আম্পায়ার কল করেন থার্ড আম্পায়কে তিনি আউট দিয়ে দিলেন। পরে অবশ্য এক দর্শক এক টুইটার এই ভুল ধরিয়ে দেন
তবে যাই হোক এমন একটা বড় আসরে এত বড় একটা ভুল মেনে নেওয়া বড় কঠিন।