আগামী জুনেই পর্দা উঠতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২১ তম আসরের। আর সেটি অনুষ্ঠিত হবে রাশিয়াতে। মোট ৩২ টি দলের অংশগ্রহণে শুরু হবে এ আসর। তবে এখন পর্যন্ত ২৩ দলের বিশ্বকাপ অংশগ্রহন নিশ্চিত হয়েছে।
যার মধ্যে সবার আগে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপে নিজেদের অংশগ্রহন সবার আগেই নিশ্চিত করেছে দলটি। তবে অন্যদিকে বিশ্বকাপে চূড়ান্ত পর্বে উঠতে ঝামেলায় পোহাতে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচে এবার ভয়ঙ্কর লড়াইয়ে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা। আগামী ১০ই নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ফান্সের পিয়ের মারওয় স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল।
অন্যদিকে এর একদিন পর অর্থাৎ ১১ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মস্কোর লুজানিকি স্টেডিয়ামে রাশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।