আইপিএলে ৩৬তম ম্যাচে দিল্লির বিপক্ষে মাঠে নেমেছে হায়দারবাদ। দলীয় তৃতীয় ওভারেই নিজের প্রথম ওভার বল করতে আসেন সাকিব। ১ম বলেই পৃথ্বি-শ্ব তাকে বাউন্ডারিতে আমন্ত্রণ জানান। এই ওভারে মোট ১০ রান দেন সাকিব।
আপর এবারও সপ্তম ওভারে ডাক পড়ে সাকিবের। শ্রেয়াস আয়ার সিঙ্গেল নিয়ে শুরু করেন। পরের পাঁচ বলে আয়ার ও পৃথ্বি এক করে তুলে প্রান্ত বদল করতে থাকেন। শেষ হয় সাকিবের ৬ রানের ওভার। এর মাঝেই চতুর্থ বলে সিঙ্গেল নেয়ার সময় নিজের দ্বিতীয় ফিফটি তুলে
নেন পৃথ্বি।
নবম ওভারে নিজের তৃতীয় ওভারটি করতে এসে সিঙ্গেল দিয়েই শুরু করেছিলেন সাকিব। এই ওভারে ১৪ রান দেন সাকিব। এরপর দলীয় ১৮তম ওভারে নিজের শেষ ওভার বল করতে আসেন সাকিব। ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে টানা দুই বল ডট করিয়ে ওভার এগিয়ে নেন। তৃতীয় বলে এক আসে। চতুর্থ বলেও সিঙ্গেল।
পঞ্চম বলে ক্রিস্টিয়ানকে ডট করালেও শেষ বলে দুই তুলে নেন এ অলরাউন্ডার। ৪ রানের দারুণ ওভারটি দিয়ে সাকিব চার ওভারে ৩৪ রানে উইকেটশূন্য থেকে নিজের কোটার সমাপ্তি টানেন। দিল্লি নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে। সাকিব এদিন উইকেটের দেখা পাননি, ৪ ওভারে খরচ করেছেন ৩৪ রান।