৪ বছর আগে ইউএসবি ফলাফল প্রেডিক্ট করতে গিয়ে বলেছিল ২০১৪ বিশ্বকাপ ব্রাজিলই জিতবে। ফলাফল ব্রাজিল সেমিফাইনালে জার্মানীর কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নেয়। এবার তারা আরো একবার ফলাফল প্রেডিক্ট করল, আর জরিপের এই ফলাফলে অবাক হবেন আপনিও। এবার তাদের জরিপে সবার উপরে আছে জার্মানী।
তাদের জরিপ বলছে জার্মানীর ২৪ শতাংশ সম্ভাবনা আছে বিশ্বকাপ জিতার। ৩৬.৭ শতাংশ সম্ভাবনা আছে রানার্সআপ হওয়ার। দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৯.৮ শতাংশ। রানার্সআপের সম্ভাবনা ৩১.৯ শতাংশ।
তিন নম্বরে আছে স্পেন। ১৬.১ শতাংশ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তাদের। ২৮ শতাংশ সম্ভাবনা রানার্স আপ হওয়ার।
তাদের জরিপে আর্জেন্টিনার সম্ভাবনা ৪.৯ শতাংশ। রানার্সআপের সম্ভাবনা ১১.৩ শতাংশ।
কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল তাদের জরিপে দেখানো হচ্ছে ইতালির বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে ১.৬ শতাংশ এবং রানার্সআপ হওয়ার সম্ভাবনা ৪.৪ শতাংশ।
এখন কথা হল, ইতালি কোন বিশ্বকাপ খেলবে ?