একশ কোটি ডলারের বিনিময়ে আটক সৌদি প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহকে মুক্তি দেওয়া হয়েছে বলে খবর বেরিয়েছে। সম্প্রতি দুর্নীতিবিরোধী অভিযানের নামে বর্তমান যুবরাজ মোহম্মাদ বিন সালমান যে রাজপুত্রদের আটক করেন মিতেব তাদের মধ্যে অন্যতম। বার্তা সংস্থা রয়টার্স বুধবার সৌদি আরবের দুর্নীতিবিরোধী অভিযানের সঙ্গে জড়িত এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘গ্রহণযোগ্য সমঝোতায়’ পৌঁছনোর কারণে গতকাল মঙ্গলবার প্রিন্স মিতেবকে ছেড়ে দেওয়া হয়। তবে কত টাকায় রফাদফা হয়েছে সেটা জানাতে পারেননি ওই কর্মকর্তা। অবশ্য, ধারণা করা হচ্ছে এই অর্থের পরিমাণ একশ কোটি ডলারের বেশি।
তিনি বলেন, রাষ্ট্রীয় কৌঁসুলি বেশ কয়েকজনকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কমপক্ষে পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ওই ব্যক্তিদের বিস্তারিত জানাতে পারেননি তিনি।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর সৌদিতে দুর্নীতিবিরোধী অভিযানে ১১ জন প্রিন্সসহ বর্তমান ও সাবেক বেশ কয়েকজন মন্ত্রীকে আটক করা হয়। ওই অভিযানেই প্রিন্স মিতেবকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। আটকদের মধ্যে দেশটির শীর্ষ ধনী প্রিন্স ওয়ালিদ বিন তালালও রয়েছেন।