প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করেন কুইন্টন ডি কক ও হাশিম আমলা। তবে মাঠে দুই ব্যাটসম্যানকে দেখে কিছুটা হকচকিত হয়ে পড়েন দর্শক। কারণ, দুজনের গায়ে একই নামের জার্সি। হাশিম আমলা তাঁর নিজের জার্সি পরেই নেমেছিলেন, তবে কুইন্টন ডি ককও হাশিম আমলার জার্সি পরে ব্যাটিংয়ে নামেন। দুই ব্যাটসম্যানের একই জার্সি দেখে দর্শক খানিকটা বিস্মিতই হন।
দুই ব্যাটসম্যানকে অবশ্য বেশিক্ষণ একই সঙ্গে ব্যাট করতে হয়নি। দলীয় ১৮ রানে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ফিরে আসেন হাশিম আমলা। তবে একই জার্সি পরে ব্যাটিং করতে থাকেন ডি কক। এটা দেখে টুইটারে একজন মন্তব্য করেন, ‘হাশিম আউট হয়ে ফিরে গেছেন, তবে আমলা এখনো ব্যাটিং করছেন।’
মূল ঘটনা হচ্ছে, ম্যাচ শুরুর ঠিক আগে কুইন্টন ডি ককের জার্সি খুঁজে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, কেউ তাঁর জার্সি চুরি করেছে। এ কারণে বাধ্য হয়েই আমলার জার্সি পরেই মাঠে নামতে হয় তাঁকে। সতীর্থের জার্সিটা অবশ্য ডি ককের জন্য সৌভাগ্যই বয়ে এনেছে। টি-টোয়েন্টির সেরা ইনিংসটা যে এই জার্সি পরেই হাঁকালেন তিনি।