আইপিএলের একাদশ মৌসুমের ৩৩তম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে আজ চেন্নাইকে বধ করতে বদ্ধপরিকর কলকাতা। টুর্নামেন্টে টিকে থাকতে কলকাতর জন্য ম্যাচটি খুবই গুরুরত্বপূর্ণ। আসরের প্রায় অর্ধেকের বেশি ম্যাচ শেষ হয়ে যাওয়ায় প্রত্যেকটা দলের জন্যই এখনকার ম্যাচ গুলো খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে আতিথীয়েতা নিবে ধোনির চেন্নাই।
মাঠে নামার আগে দেখে নেওয়া যাক কার্তিকের রণ পরিকল্পনা।
পরিবর্তন
ইনজুরির কারনে এই ম্যাচে অনিশ্চিত কলকাতার সবচেয়ে বড় আবিষ্কার অলরাউন্ডার নিতেশ রানা। রানার পরিবর্তে নাইট একাদশে প্রথম বারের মতো দেখা যেতে পারে ইশঙ্ক জগ্গী অথবা রিঙ্কু সিংকে। তবে নাইট সুত্রে জানা যায় রানার অবস্থা উন্নতির দিকে শেষ দিকে এই তারকাকে একাদশে দেখা যেতে পারে। অজি পেসার মিচেল জনসনের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারে টম ক্ররানকে।
পজিশন
বরাবরের মতোই ক্রিস লিনের সাথে ওপেনিংয়ে থাকবে সুনিল নারিন। তিন নাম্বারে থাকবেন অভিজ্ঞ রবিন উথাপ্পা। মিডল অর্ডারে কার্তিক নিয়মিত পারফরর্মার। সাথে নিতেশ রানা (যদি থাকে)। লোয়ার মিডল অর্ডারে আন্দ্রে রাসেল। চনমনে অধিনায়ক কার্তিক
অধিনায়ক- দিনেশ কার্তিক।
হেড টু হেড
মোট ম্যাচ-১৭
চেন্নাই-১১
কেকেআর-৬
সম্ভাব্য সেরা পারফর্মার- আন্দ্রে রাসেল। চেন্নাইয়ের সেরা বোলার ডোয়াইন ব্রাভোর বিপক্ষে ১০২ বলে রাসেলের সংগ্রহ ২১৬। স্ট্রাইক রেট ২১১.৮।
মাইলফলক
রবিন উথপ্পাঃ কলকাতার ব্যাটিং স্তম্ব। রবিন উথাপ্পা আইপিএল ক্যারিয়ারে ৪০০০ রান থেকে মাত্র ২৩ রান দূরে আছে। এবং মাত্র ৯ রান করলে ইডেনে ১০০০ রানের মালিক হবেন তিনি।
পিযুশ চাওলাঃ কলকাতার জার্সিতে ৫০ উইকেট শিকার করতে পিযুশ চাওলার প্রয়োজন আর মাত্র ২টি উইকেট। কিংস ইলেভেন পাঞ্জাবের হিয়ে তিনি ৮৪ উইকেট শিকার করেন। আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট শিকার করার রেকর্ডটি চাওলার।
পয়েন্ট টেবিল
চেন্নাই সুপার কিংস-১
কলকাতা নাইট রাইডার্স-৪
যেসব টিভি চ্যালেন সরাসরি সম্প্রচার করবে: স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। অনলাইন-জিও টিভি, হটস্টার।
বিদেশি কোটায় চার: ক্রিস লিন, নারিন, রাসেল, টম ক্ররান ।
কলকাতার সম্ভাব্য একাদশ: ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, নীতিশ রানা/জগ্গী/রিঙ্কু সিংকে, দীনেশ কার্তিক, শুভমান গিল, আন্দ্রে রাসেল, পিযুশ চাওলা, মাভি, টম ক্ররান, কুলদীপ যাদব।