
জাজ মাল্টিমিডিয়ার মুভি
লাইব্রেরির অফিসিয়াল ডিজিটাল পার্টনার হলো বঙ্গবিডি। এতে করে সারাবিশ্বের বাংলা সিনেমার দর্শকরা জাজের ছবিগুলো অনলাইনে দেখার সুযোগ পাবেন। শুধু তাই নয়, এখন থেকে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলের দায়িত্বও নিয়েছে বঙ্গ। সেই হিসেবে নির্দিষ্ট সময় পর জাজের সব সিনেমাই ইউটিউবে প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। শনিবার বিকেলে রাজধানীর একটি পাঁচতারা হেটেলে এ সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়।
বঙ্গবিডির ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদ বলেন, ‘এখন অনেক খারাপ সময় যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়াকে ফিল্ম মিডিয়াকে টিকিয়ে রাখার জন্য। অর্ধেক বঙ্গবিডি আর অর্ধেক জাজ মিলে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড়াবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে ডিজিটাল প্লাটফর্মের কোনো বিকল্প নেই। আশা করি, সামনের দিনগুলো আমরা একসঙ্গেই কাজ করব। ’
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘অনেকেই পুরোনো সিনেমা দেখতে পারছেন না। জাজ মাল্টিমিডিয়া আর বঙ্গবিডি একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি। বঙ্গবিডির মাধ্যমে পুরোনো কনটেন্ট সবাইকে প্রদর্শনের ব্যবস্থা করছি। শুধু বাংলাদেশ নয়, কলকাতাও বঙ্গবিডির একটি বড় মার্কেট। তাই সেখানকার মানুষও যাতে কনটেন্টগুলো দেখতে পারেন সেই ব্যবস্থাও যেন করে বঙ্গবিডি।