আজ ৮ই এপ্রিল ২০১৮ ইং রোজ রবিবার বাদ আছর পবিত্র কোরআন খতমের মাধ্যমে শুভ উদ্বোধনের কার্যক্রম শুরু হয় ডাচ বাংলা ব্যাংক দ্বারা পরিচালিত রকেট এর ডিস্ট্রিবিউশন হাউজ “ডিজিটোন” এর। প্রাইভেট কোম্পানী “ডিজিটোন” দ্বারা পরিচালিত হবে রকেটের এই ডিস্ট্রিবিউশন হাউসটি। হাউসটি মহাখালী তিতুমীর কলেজের বিপরীতে খান ম্যানশন এর ৭ম তলায় অবস্থিত।
উদ্বোধন করেন ডাচ বাংলা ব্যাংক (রকেট) এর জোনাল ম্যানেজার মাহমুদ হাসান, ডিজিটোন এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আমিরুজ্জামান। সাথে আরো উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক (রকেট) এর রিজিওনাল ম্যানেজার সানি কেন্থ পলমাল, এরিয়া ম্যানেজার হাবিব আহমেদ, স্যালস ম্যানেজার মোহাম্মদ বেলায়েত হোসেন, স্যালস ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান সহ ব্যাংক এবং ডিস্ট্রিবিউশন হাউসের আরো উর্ধতন কর্মকর্তা কর্মচারীগণ।