সম্প্রতি শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকা সফর।এ সফর নিয়ে কারোরই খুব একটা প্রত্যাশা ছিল না। তবে সফরজুড়ে এমন অসহায় আত্মসমর্পণও আশা করেনি কেউ। এমন এক সফরের পর দুশ্চিন্তার কালো মেঘ উড়তে দেখাই স্বাভাবিক। সেটা টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবও মানেন। তার পরেও দলের ওপর আশা হারাচ্ছেন না এ অধিনায়ক। একটি জয়েই পরিস্থিতি পাল্টে যেতে পারে বলে তাঁর ধারণা।
সে জন্য এ সফরের কথা ভুলে সামনে শ্রীলংকার সাথে ভালো করতে চায় বাংলাদেশ।উল্লেখ্য,বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন যে সামনে ডিসেম্বরের শেষের দিকে ২টি টেস্ট ৩টি ওয়ানডে এবং ২ টি-২০ ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলংকা।
এই সিরিজে চট্টগ্রাম ভেন্যুতে শ্রীলংকা দল একটি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে।এ প্রসঙ্গে বিসিবির চট্টগ্রাম ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল বলেন, ‘ডিসেম্বরে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে একটি টেস্ট ও সমসংখ্যক ওয়ানডে ম্যাচ খেলতে আসছে শ্রীলংকান ক্রিকেট দল।এছাড়া সিরিজের অন্যান্য ম্যাচগুলো মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।