কাবেরি নদীর পানি বণ্টন ইস্যুতে বারবার পরিবর্তিত হচ্ছে আইপিএলের পূর্ব নির্ধারিত সূচি। এর আগে চেন্নাই সুপার কিংসের ছয়টি হোম ম্যাচ চেন্নাই থেকে পুনেতে সরিয়ে নেয়া হয়। এবার পুনের মাঠে হতে যাওয়া দুটি প্লে’অফ ম্যাচের ভেন্যু বদল করে দেয়া হলো কলকাতার ইডেন গার্ডেনকে।
আগামী ২০মে তারিখ পর্যন্ত চলবে আইপিএলের প্রথম পর্বের খেলা। এরপর প্লে’অফ পর্বের দুটি ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারিত ছিল পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম; কিন্তু পুনের মাঠটি বর্তমানে চেন্নাইয়ের হোম গ্রাউন্ড হয়ে যাওয়ায় প্লে’অফের ম্যাচগুলো সরিয়ে নেয়া হয়েছে।
নতুন সূচিতে এলিমিনেটর এবং কোয়ালিফায়ার-২ ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেনে। যথাক্রমে ২৩ এবং ২৫ মে তারিখে অনুষ্ঠিত হবে এ ম্যাচ দুটি। এছাড়া কোয়ালিফায়ার-১ এবং ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবে আগে থেকেই নির্ধারিত রয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
আইপিএল প্লে’অফের পরিবর্তিত সূচি
কোয়ালিফায়ার-১ : ২২মে, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
এলিমিনেটর : ২৩মে, ইডেন গার্ডেন, কলকাতা
কোয়ালিফায়ার-২ : ২৫মে, ইডেন গার্ডেন, কলকাতা
ফাইনাল : ২৭মে, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই