ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে টানা তিন ম্যাচ জয়ের পর পর পর দুই ম্যাচে হেরেছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ২৩তম ম্যাচে আজ মঙ্গলবার মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
তবে আজকের ম্যাচে মোস্তাফিজকদের বিপক্ষে একাদশে নাও দেখা যেতে পারে টাইগারদের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তার পরিবর্তে ইংলিশ তারকা আলেক্স হেলসকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত হায়দরাবাদ ব্যাটিং লাইন শক্তিশালী করতে এই পরিবর্তন হতে পারে। এই তথ্যটি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েভ সাইট ইএপিএনক্রিকইনফো।
এবারের আসরে বেশ দারুণ শুরু করলেও শেষ ম্যাচ গুলোতে পিছিয়ে যায় হায়দ্রাবাদ। পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চতুর্থ। মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ঘরের মাঠে জিতেছিল হায়দ্রাবাদ।
সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মানিস পান্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান/ আলেক্স হেলস, ইউসুফ পাঠান/বিপুল শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রশিদ খান, বিলি স্ট্যানল্যাক, সন্দ্বীপ শর্মা ও সিদ্ধার্থ কাউল।
