Pakistan, Pakistan Cricket, T20 Pakistan, T20 2017, Fahim pressure bowler,

পাকিস্তানের ১৫ বছরের অপেক্ষা ঘুচালেন ফাহিম

ক্রিকেট খেলাধুলা
টি-টোয়েন্টি ক্রিকেটের যাত্রা শুরু হয়েছে দেড় দশক আগে। অথচ পাকিস্তানের কোনো বোলারকে এই ফরম্যাটে হ্যাটট্রিকের জন্য অপেক্ষা করতে হয়েছে এই ১৫ বছর। শুক্রবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ফাহিম আশরাফ সেই অপেক্ষার অবসান ঘটালেন। টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের গৌরব অর্জন করলেন ২৩ বছর বয়সী এই পেসার।
ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে এটি ছিল ফাহিমের তৃতীয় ম্যাচ। সেই ম্যাচেই তার জন্য এতো রোমাঞ্চ অপেক্ষা করছিল তাই বা কে জানতো! খেলার ১৯তম ওভারের শেষ তিন বলে তিন উইকেট তোলে নেন তিনি। ফাহিমের প্রথম শিকার হন ইসুরা উদানা। হাসান আলীর কাছে ধরা পড়েন তিনি। ফাহিমের পরের বলে মাহেলা ‍উদওয়াত্তেকে ধরা পড়েন বাবর আজমের হাতে। সবশেষ দাসুন শঙ্ককে এলবিডব্লুল ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূরণ করেন ফাহিম। ইনিংসে তিন ওভার বল করে ১৬ রান দিয়েছেন তিনি।
শেষ পর্যন্ত শ্রীলঙ্কা করে ১২৪ রান। পরে পাকিস্তান ম্যাচ জিতেছে ২ উইকেটে। এক বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে তারা।
Tagged