বেশ ভালো করেই প্রস্তুতি নিচ্ছে আইপিএলের দল হায়দ্রাবাদ। বাংলাদেশের হয়ে খেলছেন সেই দল থেকে সাকিব আল হাসান। বিশ্বের সেরা এই অলরাউন্ডার এর আগে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
আজ হায়দ্রাবাদ টিম দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে! দুই দল হলো টিম সান এবং টিম রাইজার্স!টসে জিতে টিম রাইজার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ১৯৪ রান! টিম রাইজার্স এর হয়ে ব্যাটিং এ নেমে ঝড় তুলেন সাকিব আল হাসান।
সাকিব আল হাসান করে ১৮ বলে
৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।
জবাবে ৬ উইকেটে জিতে যায় টিম সান।