ভাইজান সলমনের ছবির জন্য বছরভর অপেক্ষা করে থাকেন তাঁর ভক্তরা। ইদের মরশুম এতদিন ছিল সলমনের ছবি মুক্তির সময়, এবার তা পাল্টে ক্রিস্টমাসেও ‘টাইগার জিন্দা হ্যায়’ রিলিজ হয়েছে। আর ডিসেম্বরে মুক্তির পাওয়া সেই ছবি বেশ ভালোই হিট করে। আর এবার তো সলমন আসছেন বিশেষ এক ভূমিকায়। ফিরিয়ে আনছেন নব্বইয়ের দশকের তাঁর ছবির সেই বিখ্য়াত গানটিকেও ‘ও ও জানে জানা…’!
তবে আবার কেন ওই গানের সঙ্গে পা মেলাতে চলেছেন সলমন? উত্তর হল , তাঁর সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বন্ধুত্ব। আর এই বন্ধুত্বের জন্যই ক্যাটরিনার বোন ইসাবেলের ডেব্যু ফিল্মে দেখা যেতে চলেছে সলমন খানকে। ‘ও ও জানে জানা’ গানের ম্যাজিকে আবারও তাঁর ভক্তদের কুপোকাত করতে চলেছেন সলমন।
সলমনের লিপ্সিং এর এই গানটি আগে গেয়েছিলেন কামাল খান। এবারে এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন শিবাই ব্যাস। ইসাবেল অভিনীত ফিল্ম ‘টাইম টু ডান্স’ ছবিতে দেখা যেতে চলেছে সলমনকে। এই ছবিতে ক্যাটরিনার বোন ইসাবেলের সঙ্গে অভিনয় করছেন সূরজ পাঞ্চোলি।