নানা ফাঁস হওয়া তথ্য আর গুজবের পর চীনা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস নিউ ইয়র্কে তাদের ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ৫টি স্মার্টফোন উন্মুক্ত করেছে। নতুন ফোনটি পূর্বসূরি ওয়ানপ্লাস ৫ এর মতোই অনেকটা আর দামেও খুব একটা পরিবর্তন আসেনি। ৬৪ গিগাবাইট সংস্করণের ওয়ানপ্লাস ৫টি’র দাম ধরা হয়েছে ৪৯৯ ডলার।
আগের ফোনের তুলনায় নতুন ওয়ানপ্লাস ৫টি’তে ডিসপ্লে সাইজ বড় করা হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সামনের দিক থকে সরিয়ে পেছনে নেওয়া হয়েছে। ৬ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে সাথে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন। প্রসেসরে আছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। দুটি সংস্করণে এসেছে এই ফোন- একটি ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং অন্যটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।
ওয়ানপ্লাস ৫টি-তে ছবি তোলার জন্য আছে দুটি রিয়ার ক্যামেরা, একটি ১৬ মেগাপিক্সেল এবং আরেকটি ২০ মেগাপিক্সেল। প্রতিষ্ঠানের দাবি করছে, এই ২০ মেগাপিক্সেল সেন্সরটি ব্যবহার করে অল্প আলোতেও ভালো ছবি তোলা যাবে। আর ফোনটি ব্যাকআপের জন্য রয়েছে ৩ হজার ৩০০ এমএএইচ ব্যাটারি।
সূত্র: গ্যাজেটস নাউ