১৪ এপ্রিল পহেলা বৈশাখ । বাঙালি জাতির জন্য একটি অন্যান্য দিন । এই দিনটিতে মানুষ আনন্দে মধ্যে দিয়ে সময় পার করে । পহেলা বৈশাখের একটি এতিহ্য হল নতুন পোশাক পড়া ও পান্তা ইলিশ খাওয়াসহ নানা আয়োজন । এই দিনটিতে ব্যাবসায়িরা নানা রকমের পোশাক তৈরি করে । পহেলা বৈশাখের জন্য ব্যাস্ত সময় পার করছে তানসি কালেকশন । শাড়ি,থ্রি পিচ ও বৈশাখের পাঞ্জাবি তৈরি করছে তানসি কালেকশন । তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে পহেলা বৈশাখের জন্য । তানসির কর্মচারিরা দিনরাত পরিশ্রম
করে যাচ্ছে শুধু বৈশাখের কারনে ।
এ ব্যাপারে কথা হয় তানসি কালেকশনের মালিক মরিয়ম মৌরির সাথে তিনি বলেন,আমাদের তৈরি পোশাক খুব ভাল হবে । আমরা শাড়ি.থ্রি পিচ ও ছেলেদের জন্য বৈশাখের স্পেশাল পাঞ্জাবি তৈরী করেছি যা খুব ভাল । তাই আমি আশা করি সবাই অবশ্যই আমাদের (তানসি) তৈরি পোশাক বৈশাখে পড়বে । আর আমরা ভবিৎষতে আরো ভালো কিছু করব অবশ্যই আপনাদের জন্য । আপনারা পোশাক পড়ে খুশি হলেই আমাদের আনন্দ লাগে না হলে আমাদের এই পরিশ্রমের কোন মূল্যে নেই ।