দুই দেশের রাজনৈতিক সমস্যার কারণে ক্রিকেটেও দ্বন্দ্ব বিরাজমান। দীর্ঘদিন ধরে চলে আসা ভারত-পাকিস্তানের এ সসস্যার সমাধানের জন্য এবার নতুন এক পদক্ষেপ নিল আইসিসি।
এ সমস্যা সমাধানের জন্য ৩ সদস্যের একটি কমিটি তৈরি করতে চলেছে আইসিসি। ভারত-পাকিস্তানের সমস্যা নিয়ে এ কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
ভারত-পাকিস্তান সমস্যা সমাধানে যে কাজটি করতে যাচ্ছে আইসিসি:- আইসিসির পক্ষ থেকে বলা হয়, ‘১-৩ অক্টোবর দুবাইতে ৩ সদস্যের কমিটি দুই বোর্ডের বক্তব্য শুনবে। তারপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। যে রায়ই দেওয়া হোক না কেন তা দুই বোর্ডকে মেনে নিতে হবে। রায়ের বিরুদ্ধে কোনো আবেদন করা যাবে না।’
মূলত দুই দেশের সীমান্ত সমস্যার কারণে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলে না দল দুটি। তবে ভারতীয় সরকারের কারণেই দেশটির ক্রিকেট বোর্ড পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি নয়। কেবল মাত্র আইসিসি স্বীকৃত টুর্নামেন্টেই মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।