বর্তমান ফুটবল তারকাদের মধ্যে তিনিও একজন। তাছাড়া দেশের জার্সিতে বরাবরই দুর্দান্ত ছন্দে দেখা যায় তাকে। তবে এবার এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আগে কতকগুলো প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
আজ মঙ্গলবার রাতে ওয়েম্বলিতে ইংল্যান্ডের মুখোমুখি ব্রাজিল। আর সেই ম্যাচে জোড়া গোল করতে পারলেই মাইলফলক গড়বেন নেইমার। জোড়া গোল করলেই ব্রাজিলের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হতে পারবেন পিএসজির এই ফরোয়ার্ড।
ইতোমধ্যেই ব্রাজিলের জার্সিতে গোলসংখ্যায় কিংবদন্তি জিকোকে ছাড়িয়ে গেছেন নেইমার। এখন তার সামনে শুধুই রোমারিও। ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ৮২ ম্যাচে ৫৩ গোল করেছেন ২৫ বছর বয়সী নেইমার। আর মাত্র দুটি গোল করতে পারলেই কিংবদন্তি রোমারিওকে ছাড়িয়ে যাবেন নেইমার।