মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আর চিত্রনায়িকা পূর্ণিমা। রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটেছে নোয়াখালীর চরমণ্ডলে।
জানা গেছে, ‘গাঙচিল’ ছবির শুটিং চলছিল সেখানে। শুটিংয়ের সময়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তাদের দুজনই আহত হয়েছেন। পরে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, ‘সকালে মোটরসাইকেলের একটি দৃশ্যের শুটিং হচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিলেন পূর্ণিমা। পেছনে বসে ছিলেন ফেরদৌস। কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় স্লিপ কেটে তাঁদের মোটরসাইকেল উল্টে যায়। ফেরদৌস আর পূর্ণিমা ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে যান। দু’জন যথেষ্ট ব্যথা পেয়েছেন। দু’জনেরই শরীরের কিছু স্থানে কেটে গেছে। সেখান থেকে রক্ত ঝরেছে। তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।’
২০১৪ সালে প্রকাশিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে ছবি বানাচ্ছেন ‘এক কাপ চা’ খ্যাত নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল। ইচ্ছেমত এবং নুজহাত ফিল্মসের প্রযোজনায় নেয়ামূলের ‘গাঙচিল’ ছবিতে আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, তারিক আনাম খান এবং বিশেষ চরিত্রে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।