রের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হচ্ছে আরেক জায়ান্ট চেন্নাই সুপার কিংসের। এই দলটি দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে আইপিএলে। উদ্বোধনী অনুষ্ঠান শেষ এবারের আসরের প্রথম এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবারের আসরে খেলছেন মুম্বাইয়ের হয়ে। ফলে দলটিকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের বাড়তি একটা উত্তেজনা থাকছেই।
<h1><a href=”https://www.facebook.com/myProbasNews/videos/162777684351984/”>খেলাটি
মোবাইলে সরাসরি দেখতে এখানে ক্লিক করুন</a></h1>
আইপিএলে সবচেয়ে বেশি তিনবারের চ্যাম্পিয়ন মুম্বাই। গত আসরেও এই শিরোপা জেতায় এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কিছুটা চাপেই থাকবে দলটি। ২০১৫ সালের পর এবছর খেলতে আসা চেন্নাইকেও নিজেদের সামর্থ্যে প্রমাণ দিতে হবে। কারণ তারা দুইবারের চ্যাম্পিয়ন ও সর্বোচ্চ ছয়বারের ফাইনালিস্ট।
এবছরের মুম্বাই ধরে রেখেছিল অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াকে। আর নিলামে আরটিএম ব্যবহার করে ক্রুনাল পান্ডিয়া ও কিয়েরন পোলার্ডকে হাতছাড়া হতে দেয়নি। আর মোস্তাফিজ, প্যাট কামিন্স, ইভিন লুইসের মত ক্রিকেটারদেরও দলে ভিড়িয়েছে।
টসঃ চেন্নাই সুপার কিংস টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।
মুম্বাই ইন্ডিয়ানস: ১০/১
ওভারঃ ১
রোহিতঃ ৫ রান
ইসান কিসান:৩ রান
মুম্বাই ইন্ডিয়ানস একাদশ: ইভান লুইস, ইশান কিশান, রোহিত শর্মা (অধিনায়ক), হার্ডিক পান্ডে, মায়াঙ্ক মার্কণ্ড, কিয়েরন পোলার্ড, সূর্যকুমার যাদব, কৃষ্ণ পান্ডে, মিচেল ম্যাকক্লানাঘান, মুস্তাফিজুর রহমান, জসপ্রিত বুমরা
চেন্নাই সুপার কিংস একাদশ: শেন ওয়াটসন, অম্বতি রাইডু, সুরেশ রায়না, কেদার যাদব, ধোনী (অধিনায়ক) ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, দীপক চাহার, ইমরান তাহির, মার্ক ওয়াইড