কলকাতা নাইট রাইডার্স ছেড়ে আইপিএল সিজন একাদশে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন বাংলাদেশি তথা বিশ্বসেরা নম্বর ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। অতীতের মতো সম্প্রতি বেশ ছন্দময় ক্রিকেট উপহার দেয়াতে অরেঞ্জ আর্মিদের প্রথম ম্যাচে বিদেশি কোটায় সুযোগ মিলে তার।
নিয়ম অনুযায়ী আইপিএলে প্রতিটি দলে চারজন করে বিদেশি খেলোয়োড় রাখা বাধ্যতামূলক। আর ম্যাচ পূর্বে টসের সময় সঞ্চালক অধিনায়কে জিঙ্গেস করে নেন কাদের নিয়ে সাজিয়েছেন তাদের একাদশ। ঠিক তেমনই সোমবার
(৯ এপ্রিল) জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন সানরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসকে জিঙ্গেস করেন কোন চার বিদেশিকে নিয়ে তাদের একাদশ। সেখানে উইলিয়মাসন পর্যায়ক্রমে বলেন রশিদ খান, বিলি স্ট্যানলক ও নিজের নাম। কিন্তু চতুর্থ নাম্বার নামটি বলতে গিয়ে চুপ হয়ে যান তিনি।
এসময় কেন বার বার বলতে থাকেন ‘ওয়ান মোর… ওয়ান মোর…’। কয়েক মুহূর্তেও নাম মনে না আসায় আজিঙ্কা রাহানেকে জিজ্ঞাসা করে জানতে চান তার চতুর্থ বিদেশি ক্রিকেটারের নাম। রাহানের সাহায্যে ধীরে ধীরে উচ্চারণ করলেন… ‘সাকিব আল হাসান। ওয়ান অ্যান্ড অনলি। ’ড্যানি মরিসনও বললেন, ‘রিয়েলি ওয়ান অ্যান্ড অনলি, জেনুইন। ’ কেনের এমন কাণ্ডে রীতিমত হেসে খুন সঞ্চালক।