ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদে চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ।
ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪ টা ৩০ মিনিটে। আইপিএলে এখন পর্যন্ত দুটি দলই ৪টি করে ম্যাচ খেলেছে।
অার তিন ৪ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং পয়েন্ট টেবিলের ৪এ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
টস ফলাফল: টসে জিতে সাকিবের হায়দ্রাবাদ ফিল্ডিংয়ের সিধ্বান্ত নিয়েছে। তাই আগে ব্যাট করবে চেন্নাই।
আজকের ম্যাচে এই দুই দলের মধ্যে যারা জয়লাভ করবে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব কে পিছনে ফেলে শীর্ষে উঠে যাবে। আইপিএলে এ মৌসুমে দুই দলই দারুণ ফর্মে রয়েছে। বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান এবছর সানরাইজার্স হায়দরাবাদেরর হয়ে খেলছেন।
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, অম্বাতি রাইডু, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসিস, এমএস ধোনি (অধিনায়ক), স্যাম বিলিংস, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, কর শর্মা, শারদুল ঠাকুর
সানরাইজার্স হায়দরাবাদ: রবীন্দ্র জাদেজা, কুমার উইলিয়ামসন (অধিনায়ক), ইউসুফ পাঠান, মনিশ পাণ্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, রিকি ভুই, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, বিলি স্ট্যানলক, সিদ্ধার্থ কৌল
লাইভ লিঙ্ক ৪ (ফেসবুক)