ব্যালন ডি অ’র জয়ী ক্রিশ্চিয়ান রোনালদো ও বাবা ক্রিশ্চিয়ান রোনালদোর মধ্যে দারুণ একটা মিল রয়েছে। চারবার ব্যালন ডি অ’র জিতেছেন ইতোমধ্যে। আর চলতি বছর তিন সন্তানসহ চার সন্তানের বাবাও ৩২ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার। এখন রোনালদোর লক্ষ্য সাতটি ব্যালন ডি অ’র জেতা। বাবা হওয়ার ক্ষেত্রেও তার লক্ষ্য একই। চার সন্তানের বাবা রোনালদো জন্ম দিতে চান আরও তিন সন্তানের। মোট সন্তান চান সাতটি।
গত মৌসুমটা দারুণভাবে কাটালেও এবার আছেন গোল খরায়। তা সত্ত্বেও থামতে এখানেই থেমে যাওয়ার পাত্র নন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। রোনালদো বলেন, ‘আমি সাতটি সন্তান ও সমান সংখ্যক ব্যালন ডি অ’র চাই। যার অর্থ আমি এখানেই থামছি না।
আগামী এক বছরের মধ্যে আরও একটি ব্যালন ডি অ’র ও এক সন্তানের বাবা হতে চান রোনালদো। তিনি বলেন, আমি যতোই খেলব, ততোই জিততে পারব। আমার স্বপ্ন হচ্ছে পঞ্চম ব্যালন ডি অ’র। একইসঙ্গে পরবর্তী বছর আরও এক সন্তানের বাবা হব।