তারকাদের জন্য ভক্তদের উন্মাদনা অনেক সময় নির্দিষ্ট মাত্রাকেও ছাড়িয়ে যায়। কারো কারো কাণ্ড আবার ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য কত কিছুই না করেন ভক্তরা। এই যেমন বলিউড তারকা সালমান খানকে চোখের পলক দেখতে বাড়ি থেকে পালালো ১৫ বছর বয়সের এক কিশোরী। বাড়ি থেকে পালিয়ে সোজা প্রিয় নায়ক সালমান খানের বাড়িতে এসে উপস্থিত এই কিশোরী।
এই প্রসঙ্গে গণমাধ্যমকে পুলিশ জানায়, মধ্যপ্রদেশের নিজ বাড়ি থেকে পালিয়ে মুম্বাই আসে সেই কিশোরী।
এরপর প্রিয় অভিনেতাকে এক নজর দেখার জন্য মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের প্রাচীর টপকানোর মতো দুঃসাহস দেখিয়েছে সেই কিশোরী ভক্ত। শেষপর্যন্ত ওই কিশোরীর স্বপ্নপূরণ হয়নি। ওই কিশোরী সালমানের সঙ্গে দেখা পাওয়ার জন্য প্রথমে অ্যাপার্টমেন্টের দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন সেখানে নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দিলে সে বাড়ির প্রাচীর টপকানোর চেষ্টা করে। সেখানেও নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেয় এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশের কাছে ধরা পড়তে হয় কিশোরীকে।
প্রতিবেদনে আরো জানা যায়, ভোপালের বেরাসিয়ার বাসিন্দা এই মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিকভাবে মেয়েটিকে বান্দ্রা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে জানতে পারে, গত রোববার বাড়ি থেকে পালিয়েছে মেয়েটি। সোমবার বেরাসিয়া থানায় একটি অপহরণ মামলা করে মেয়েটির মা-বাবা। ধারণা করা হচ্ছে, দূর পাল্লার ট্রেনে মঙ্গলবার মুম্বাই পৌঁছে সালমানের বাড়িতে এসেছে সে।
পরবর্তী সময়ে মেয়েটিকে একটি চিলড্রেন হোমে পাঠানো হয়। স্থানীয় পুলিশের একটি দলের সঙ্গে মেয়েটির মা-বাবা ওই কিশোরিকে নেওয়ার জন্য মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।